বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে বগুড়া জিলা স্কুলের শহীদ মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রশাসক হোসনা আফরোজা। জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, আবদুল ওয়াজেদ, গোলাম মাহবুব মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।