উত্তরার প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যেতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছে বিএনপি।
দলটির পক্ষ থেকে একবার্তায় বলা হয়েছে, উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে ছুটির মুহূর্তে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। এ ছাড়া ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত। একটি শিক্ষাপ্রতিষ্ঠান- যেখানে একটি শিশু, কিশোর কিংবা তরুণ তার শিক্ষা, বিকাশ ও নিরাপত্তা নিয়ে আশাবাদী হয়ে ওঠে; সেই পরিবেশে এমন ভয়াবহতা কখনো কাম্য নয়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
জামায়াতের শোক : জামায়াতের পক্ষ থেকে শোক বার্তা দিয়েছেন দলীয় আমির ডা. শফিকুর রহমান। তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের সর্বস্তরের জনশক্তি, এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসা সেবায় সর্বাত্মক সহায়তা করতে আহ্বান জানিয়েছেন।
ঘনবসতি এলাকায় বিমানের প্রশিক্ষণ না চালানোর আহ্বান : ঘনবসতি বা জনবহুল এলাকায় যুদ্ধবিমানের মহড়া বা প্রশিক্ষণ কার্যক্রম না চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল দুর্ঘটনাস্থল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গিয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানান। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ সময় উপস্থিত ছিলেন।