বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের অবদান স্মরণ করতেই ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি। কলেজের শিক্ষার্থীরা এই কাজে অংশ নিয়েছেন। গতকাল শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের পাশের দেয়ালে গ্রাফিতি আঁকেন। গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হয়েছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও অভ্যুত্থানের নানা ঘটনা। কলেজের শিক্ষার্থীরা জানান, আমরা ৫২ বা ৭১ দেখিনি কিন্তু ২৪-এর জুলাই অভ্যুত্থান দেখেছি। সেই চেতনা বা স্মৃতিকে ধরে রাখতে, সবার মাঝে ছড়িয়ে দিতে কলেজের দেয়ালে জুলাই বিপ্লবের বিভিন্ন ধরনের স্মৃতি অঙ্কন করছি। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর ছিদ্দিক বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট থেকে আগামী প্রজন্ম শিক্ষা নিয়ে যেন সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সেজন্য আন্দোলনের নানা প্রেক্ষাপট কলেজের দেয়ালে তুলে ধরা হয়েছে। গ্রাফিতিতে শহীদ মুগ্ধ, আবু সাঈদদের বীরত্বগাথা তুলে ধরা হয়েছে।’