চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা এলাকায় সাপের কামড়ে রুস্তুম আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে নিজ বাড়িতে তাকে সাপে কামড় দেয়। রুস্তুম আলী সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামের ইয়াসিন আলীর ছেলে। স্থানীয়রা জানান, রুস্তুম আলী সকালে গোয়াল ঘরে ঢুকলে বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।