নওগাঁর মান্দায় বস্তাবন্দি অবস্থায় আবদুল আজিজ মোল্লা (৫৫) নামে এক কৃষককে উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলার গৌরাঙ্গবিল থেকে স্থানীয় কৃষক তাঁকে উদ্ধার করেন। আবদুল আজিজের বাড়ি তালপাতিলা গ্রামে। তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে আবদুল আজিজ মোল্লাকে হত্যার চেষ্টা করেছিলেন তাঁর সৎ-ভাই নাসির উদ্দিন মোল্লা। চিকিৎসাধীন আবদুল আজিজ মোল্লা বলেন, ‘জমি নিয়ে সৎ-ভাই নাসির উদ্দিন মোল্লার সঙ্গে আমার দীর্ঘদিনের বিরোধ। একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। রবিবার রাতে তালপাতিলা মোড়ের মসজিদে এশার নামাজ পড়ে বের হই। পরে মোজাম্মেল হক মুজাম ও ইয়াদ আলী গল্প করার কথা বলে আমাকে নিয়ে রাস্তায় হাঁটতে থাকেন। কিছুদূর এগোনোর পর হঠাৎ পেছন থেকে কেউ লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। ওসি মনসুর রহমান বলেন, ‘জমিজমাসংক্রান্ত বিরোধের বিষয়টি আমাদের জানা আছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’