ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সন্ধ্যায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, দুপুর দেড়টার দিকে গয়েশপুর গ্রামের কাদাবাগান এলাকায় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা।
আটক স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।