প্রতিষ্ঠার সাত বছরেও নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়নি। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অস্থায়ী ক্যাম্পাসেই চলছে পাঠদান। শুরু থেকেই নানান অনিয়ম-দুর্নীতির কারণে আটকে আছে একাডেমিক ভবনের কাজসহ ক্যাম্পাস অবকাঠামো নির্মাণকাজ। একাধিকবার পরিবর্তন হয়েছেন প্রকল্প পরিচালকও। তবে সব সংকট কাটিয়ে সীমিত অবস্থার মধ্যেই নতুন ব্যাচের পদযাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার আশা কর্তৃপক্ষের।
জেলা শহরের উপকণ্ঠে রাজুর বাজারের টিটিসি ক্যাম্পাসে অস্থায়ীভাবে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টি। বিশাল বাজেটে নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের পাশে ৫০০ একর জায়গা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ আর বালু ফেলা ছাড়া দৃশ্যমান হয়নি কোনো কাজই। প্রকল্প পরিচালক ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীর জানান, কাজের ধীরগতির জন্য ঠিকাদাররা দায়ী। এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম জানান, অনিয়মের সঙ্গে জড়িতদের টার্মিনেট করা হয়েছে। নিয়ম অনুযায়ী তারা ক্ষতিপূরণ দেবে।