মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে একযোগে ছয় দেশে হামলা চালিয়ে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও গাজায় নির্বিচার বোমাবর্ষণ করে দেশটি মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এ ধরণের আক্রমণ আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
কাতারে হামলা
প্রথমবারের মতো ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা চালায়। ওয়েস্ট বে লেগুন এলাকায় হামাস নেতৃত্বের বৈঠক চলাকালে বিমান হামলায় নিহত হন ৬ জন—এর মধ্যে ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়ার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, তিন দেহরক্ষী ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন। হামলার স্থল থেকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কমান্ড সেন্টার সেন্টকম মাত্র ৩৫ কিলোমিটার দূরে।
গাজায় অব্যাহত বোমাবর্ষণ
সোমবার থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১৫০ জন নিহত ও ৫৪০ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৬৫৬ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৪০৪ জন অনাহারে মারা গেছেন। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
লেবাননে হামলা
সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় লেবাননের বেকা ও হেরমেল জেলায় ইসরায়েলি যুদ্ধবিমান বোমাবর্ষণ করে পাঁচজনকে হত্যা করে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। বৈরুতের দক্ষিণে বারজা গ্রামে ড্রোন হামলায় আহত হন এক হিজবুল্লাহ সদস্য।
সিরিয়ায় বিমান হামলা
সোমবার গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার হোমস বিমানঘাঁটি ও লাতাকিয়ার সেনা ব্যারাকে আঘাত হানে। হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে “রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন” বলে নিন্দা জানিয়েছে।
তিউনিসিয়ায় ফ্লোটিলায় হামলা
সোমবার রাতে তিউনিসিয়ার সিদি বু সাঈদ বন্দরে নোঙর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রধান জাহাজ ফ্যামিলি বোট–এ ড্রোন হামলা চালায় ইসরায়েল। পরের দিন ব্রিটিশ পতাকাবাহী জাহাজ আলমা–তেও হামলা হয়। তবে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইয়েমেনে হামলা
বুধবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় বিমানবন্দর আঘাতপ্রাপ্ত হয়। এর আগে ৬ মে এবং ২৮ আগস্টের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং নিহত হয়েছিলেন হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা।
এইভাবে মাত্র তিন দিনে ছয় দেশে হামলা চালিয়ে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতাকে গভীর সংকটে ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিডি প্রতিদিন/আশিক