সিরিয়া জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একটি সেল ভেঙে দিয়েছে।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিশেষায়িত ইউনিট ও সাধারণ গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে দামেস্কের গ্রামীণ এলাকায় সক্রিয় ওই সেলকে ধরা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত সদস্যরা লেবাননের বিভিন্ন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিল এবং সিরিয়ার ভেতরে এমন সব অভিযান চালানোর পরিকল্পনা করছিল, যা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াত।
অভিযানে গ্রাড রকেট, লঞ্চার, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। ঘটনাটি আদালতে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে ২০১১ সাল থেকে হিজবুল্লাহ বাহিনী সক্রিয়ভাবে বাশার আল-আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করেছিল। ২০১৩ সাল থেকে প্রকাশ্যে আসাদকে সমর্থন দেয় তারা। তবে গত ডিসেম্বর ইসলামপন্থী জোটের হাতে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর হিজবুল্লাহ তাদের বড় সমর্থন হারায়।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ ব্যাপক দুর্বল হয়ে পড়ে এবং সিরিয়ার মাধ্যমে ইরান থেকে পাওয়া গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ লাইনও হারায়।
এ বছরের মার্চে লেবানন ও সিরিয়া সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে একটি চুক্তি স্বাক্ষর করে। সীমান্তে সংঘর্ষে ১০ জন নিহত হওয়ার পর এ উদ্যোগ নেয়া হয়। এ সপ্তাহে লেবাননের বিচারমন্ত্রী আদেল নাস্সারের কার্যালয় থেকে জানানো হয়, নিরাপত্তা ও বিচার বিষয়ক আলোচনায় সিরিয়ার রাজধানী দামেস্কে দুই দেশের বিশেষায়িত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজিম