সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) নামে এক পর্যটক নিখোঁজ হওয়ার এক দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় ডুবুরিদের কাজ চলছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম। সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আবদুল হকের ছেলে। পুলিশ জানায়, গত বুধবার বিকালে জাফলং বেড়াতে গিয়ে গোসলে নেমে পিয়াইন নদীতে তলিয়ে যান তিনি।
আবু সুফিয়ান। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেন। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি।