সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের আসন বলে পরিচিত মৌলভীবাজার-৩ (সদর) আসনে এবার বিএনপি থেকে মনোনয়ন চাইছেন দুই হেভিওয়েট নেতা। তারা হলেন মরহুম এম সাইফুর রহমানের বড় ছেলে সাবেক এমপি এম নাসের রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মাহিদুর রহমান। এ ছাড়া আসনটিতে প্রার্থী হয়েছেন জামায়াতের আবদুুল মান্নান ও খেলাফত মজলিসের আহমেদ বেলাল। মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং রাজনগর উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। আসনটি এক সময় বিএনপির দখলে ছিল। প্রার্থিতার ব্যাপারে এম নাসের রহমান বলেন, ‘চাঁদাবাজি, দখলবাজি ও মাদকমুক্ত মৌলভীবাজার চাই। সেই লক্ষ্যে কাজ করছি। বিএনপির দুঃসময়ে রাজপথে ছিলাম। বিএনপির হাইকমান্ডের প্রতি পূর্ণ আস্থা আছে। সব দিক বিবেচনায় দল আমাকে মনোনয়ন দেবে-এটা আমার বিশ্বাস।’ অপর নেতা মাহিদুর রহমান বলেন, ‘মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। দল আমাকে মনোনয়ন দিলে দেশ ও এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করব।’জামায়াতের প্রার্থী আবদুল মান্নান বলেন, ‘মৌলভীবাজার-৩ আসনটি খুবই গুরুত্বপূর্ণ। জেলা সদরের এ আসনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস।
খুব কাছ থেকে তাদের চাওয়া পাওয়া জানতে চেষ্টা করছি এবং নির্বাচনি ইশতেহার সেভাবেই সাজাতে চেষ্টা করছি। নির্বাচন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ হলে ইনশাআল্লাহ বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘবে সর্বাত্মক চেষ্টা চালাব।’