জামালপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে সজল মিয়া (৩৫) নামের যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সজল সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী এলাকার শামীম মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার উপজেলার বাংলাদেশ উচ্চবিদ্যালয়ের তিন ছাত্রী সজলের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর ইভটিজিংয়ের লিখিত অভিযোগ দেন। গতকাল সকালে পুনরায় ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সজলকে আটক করে পুলিশে দেয়। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জিনাত শহীদ পিংকির ভ্রাম্যমাণ আদালত সজলকে ছয় মাসের কারাদণ্ড দেন।
এ সময় সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন মিলন, প্রধান শিক্ষক সুমনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।