সিরাজগঞ্জ সদর-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পড়ছে লাখো মানুষ। সড়কের পিচ ঢালাই উঠে গেছে। বিভিন্ন স্থানে খানাখন্দ, ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি নামলেই তাতে জমে থাকে পানি। আবার কোথাও কাদাপানি। সড়কে কাদাপানি দিয়েই ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যানবাহন। এ ছাড়াও সড়কে পথচারীদের জামাকাপড় কাদাপানিতে নষ্ট হয়ে যায়। সরজমিনে দেখা যায়, সদর-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে হাটপাঙ্গাসী বাজার এলাকায় এক কিলোমিটার অংশে বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। বিশেষ করে বাজার এলাকায় সড়কের ভয়াবহ অবস্থা। সড়কে বড় বড় গর্তে কাদাপানি জমে থাকায় সাধারণ মানুষ স্যান্ডেল খুলে হাতে নিতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা জানান, সড়কে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় ট্রাক, বাস, সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান-রিকশা চলাচল করে। স্থানীয় বাসিন্দা আরাফাত হোসেনসহ অনেকে জানান, জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়ক। এ ছাড়া রায়গঞ্জ উপজেলাবাসীর কাছে হাটপাঙ্গাসী বাজার খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে প্রায় সময় গাড়ির চাপ থাকে সড়কটিতে। হাটের দিন শত শত কৃষক কৃষিপণ্য বিক্রি করতে হাটপাঙ্গাসীতে আসেন। কিন্তু বাজারের সড়কের যে অবস্থা তাতে তো হেঁটে চলাই মুশকিল। তারপরও বাধ্য হয়ে মানুষ রাস্তায় চলাচল করছে। সড়কে চলাচলকারী ভ্যান, মিশু, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা জানান, সড়ক বেহাল। গাড়ি চালাতে খুবই কষ্ট হয়। মাঝেমধ্যেই গাড়ি গর্তে পড়ে যায়। গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায় এবং যাত্রীরা পড়ে গিয়ে আহত হন। সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। সড়কটি সংস্কার করা হলে মানুষের ভোগান্তি কমবে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান, সড়কটি সংস্কারে অনেক আগেই টেন্ডার হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে নাই। ১৫ দিনে মধ্যে কাজ শুরুর কথা রয়েছে। কাজ শুরু না করলে চুক্তিপত্র বাতিল করা হবে। নতুন ঠিকাদার দিয়ে কাজ করানো হবে।
শিরোনাম
- বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
- রাকসু নির্বাচন : প্রথম দিন ডোপ টেস্টের নমুনা দিলেন ৮৭ জন
- স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
- শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ : তদন্তে ডিএমপির ৩ সদস্যের কমিটি
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি
- ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া
- উপকূলে ঝড়ের আশঙ্কা : সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে এক নম্বর সতর্কতা
- সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাইয়ের রাজকন্যা
- ১৮ মাসে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির পূর্ণ প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
- আগামী দিনের ক্রিকেট তারকারা স্কুল মাঠেই লুকিয়ে আছে: বিসিবি সভাপতি
- ইন্দোনেশিয়ায় গ্রেফতার শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি
- উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা
- এশিয়া কাপের আগে সিলেটের মাঠে খেলা বাড়তি সুবিধা হবে : লিটন
- শেরপুর পৌরসভার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের শেষ নেই
- স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য ও ইইউ
- প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যার সমাধানে সময় দরকার: ফাওজুল কবির
- প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন
- 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আসলে মোদির যুদ্ধ'
রাস্তায় খানাখন্দ দুর্ঘটনা দুর্ভোগ
সংস্কারের অভাবে প্রতিদিন লাখো মানুষের ভোগান্তি
আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর