নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) আগামী অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করেছে। গতকাল দুপুরে নগরভবনে ২০২৫-২৬ অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন নাসিকের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান।
তিনি বলেন, এবারের বাজেটে ব্যয়সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে। এ ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্যব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়ক বাতির উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নাগরিক সুবিধা ও সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। এ সময় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সচিব নূর কুতুবুল আলম, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, সাবেক কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।