নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ২ হাজার কিট ও গর্ভবতীদের জন্য ১ লাখ আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। গতকাল জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কিট ও ট্যাবলেট সরবরাহ করেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।