গাজীপুরের কালীগঞ্জে কৃষিজমি ভরাটের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। উপজেলা প্রশাসন জানায়, নাগরী ইউনিয়নের কৃষিজমি ভরাটে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আতাউর রহমান তালুকদারের (৬৫) নেতৃত্বে নদীতে ড্রেজার বসিয়ে নগরভেলা এলাকায় কৃষিজমি বালু দিয়ে ভরাট করা হচ্ছিল। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আতাউরকে জরিমানা করা হয়।