কক্সবাজারের রামুতে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৩০ ব্যাটালিয়ন বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ৩০ বিজিবি-এর অধীনস্থ মরিচ্যা চেকপোস্ট কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এ সময় চেকপোস্টের এক কিলোমিটার দূরে গোয়ালিয়ায় পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।