নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির কাছে সড়কের পাশ থেকে বিশ্বজিৎ কর (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার চকপাড়া গ্রামের বিশরপাশাগামী সড়কের পাশে লাশটি পড়ে ছিল। বিশ্বজিৎ ওই গ্রামের অনিল করের ছেলে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বিশ্বজিৎ বাড়ি থেকে বের হন। স্ত্রী চামেলি রাতে ১০টার দিকে তার মোবাইলে ফোন করলে বাড়ির পাশেই আছেন জানান তিনি। বলেন- আসতে দেরি হবে তারা যেন খেয়ে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে চামেলি প্রতিবেশীদের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে স্বামীর মৃতদেহ দেখেন। লাশের পাশে একটি মদের বোতল এবং টেনিল ট্যাবলেটের পাতা পাওয়া গেছে।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। স্ত্রীর বরাত দিয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান জানান, বিশ্বজিৎ স্বর্ণের দোকানের কর্মকার ছিলেন। মদপান করতেন তিনি।