আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অধিক যাত্রী পরিবহন করতে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে ট্রেনের ১৪০টি কোচ। ইতোমধ্যে ১০০টি হস্তান্তর করা হয়েছে। এগুলো দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে দুটি ঈদ স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রতিটি আন্তনগর ট্রেনের সঙ্গে বাড়তি কোচ সংযোজন করা হবে। এ লক্ষ্যে রেল কারখানার ২৮টি সপ এখন কর্মমুখর। শ্রমিক-কর্মচারীরা কোচ মেরামতে প্রতিদিনের কর্মঘণ্টা শেষে অতিরিক্ত কাজ করছেন। কারখানা সূত্রে জানা যায়, সৈয়দপুর রেল কারখানায় ৩ হাজার ২২০ জন মঞ্জুরি জনবল থাকলেও কর্মরত আছেন মাত্র ৮৫৪ শ্রমিক-কর্মচারী। নতুন নিয়োগ বন্ধ থাকায় মাত্র ২৫ ভাগ জনবল নিয়ে উৎপাদনে রয়েছে কারখানাটি। ঈদুল আজহায় যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত কোচ মেরামত কর্মযজ্ঞ চলছে।
কারখানার ক্যারেজ, বগি, হেভি রিপিয়ারিং সপ, ক্যারেজ কনস্ট্রাকশন ও পেইন্ট সপে অচল পুরোনো কোচ মেরামত করা হচ্ছে। চলছে কোচের জরাজীর্ণ কাঠামো পরিবর্তন, চাকার ট্রলি মেরামত, নতুন আসন বিন্যাস ও অভ্যন্তরীণ সাজসজ্জা। সব শেষে রঙের কাজ হয় পেইন্ট সপে। এসব কাজে সাজসরঞ্জাম দিয়ে সহায়তা করছে কারখানার আরও ২৪টি সপ। কারখানার শ্রমিক-কর্মচারীরা বলেন, মালামাল ও লোকবল সংকট থাকলেও ঈদে অধিক যাত্রী পরিবহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। আমরা অতিরিক্ত শ্রম দিয়ে কয়েকগুণ বেশি কাজ করছি কোচ মেরামতের লক্ষ্য পূরণে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈদযাত্রায় অধিক যাত্রী পরিবহনের জন্য রেলওয়ে বহরে ১৪০টি কোচ যুক্ত করার প্রস্তুতি চলছে। এগুলো প্রতিটি আন্তনগর ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হবে। এ ছাড়া পার্বতীপুর-জয়দেবপুর ও জয়দেবপুর-পার্বতীপুর রুটে দুই জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে। যা ঈদের আগে ও পরে চলাচল করবে।