কঙ্গোর একটি গির্জায় হামলা চালিয়ে অন্তত ৩৮ জনকে হত্যা করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ)।
রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর কোমান্ডর একটি গির্জায় হামলা চালায় তারা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো মনে করে এই হামলার সঙ্গে এডিএফ’র বিদ্রোহীরাই জড়িত। বন্দুক ও ধারালো অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে।
কোমান্ডা শহরের প্রশাসনিক কর্মকর্তা জ্যাঁ কাটো জানান, স্থানীয় একটি ক্যাথলিক গির্জায় উপাসনারত মানুষজন রাতের প্রার্থনায় অংশ নিচ্ছিলেন। ঠিক সেই সময় গভীর রাতে হামলাটি চালানো হয়। হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হন এবং আহত হন আরও ১৫ জন। এছাড়া বেশ কয়েকজন এখনো নিখোঁজ বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঘটনাস্থলে থাকা মানবাধিকার কর্মী ক্রিস্টোফ মুয়নান্দেরু বলেন, রাতে গুলির শব্দ শোনা গেলেও প্রথমে অনেকেই ভেবেছিলেন চোর ঢুকেছে।
তিনি বলেন, “বিদ্রোহীরা মূলত ওই গির্জায় রাত কাটানো খ্রিস্টান উপাসকদের ওপর হামলা চালায়। দুঃখজনকভাবে, অনেককে দা কিংবা গুলি দিয়ে হত্যা করা হয়েছে।”
এই ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম