ফরিদপুরে ট্রেনের ধাক্কায় আনিসুর রহমান (৫৫) নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। গতকাল শহরের আলীপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সকালে আলীপুর লেভেল ক্রসিং দিয়ে একটি অটোরিকশা পার হচ্ছিল। এ সময় সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি রেললাইনের পাশে ছিটকে পড়ে। যাত্রী আনিসুর রহমান গুরুতর আহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোতোয়ালি থানার ওসি আসাদ উজ্জামান জানান, রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।