বাউল গানের কলি ফেসবুকে পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হওয়া বগুড়ার সাংবাদিক আবদুল ওয়াহেদ ফকির গতকাল সকালে জামিনে কারামুক্ত হয়েছেন। এ সময় ফুল দিয়ে বরণ করেন সহকর্মীরা।
জানা গেছে, শাজাহানপুর উপজেলার খরনা কর্মকার পাড়ার এক ব্যক্তি ৪ মে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বগুড়া সদর থানায় মামলা করেন। ওই দিনই আবদুল ওয়াহেদ ফকিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।