পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে রনি (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল দুপুরে র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা র্যাবের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান। এর আগে বৃহস্পতিবার রাতে সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনি উপজেলার কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আবদুল মজিদের ছেলে।
র্যাব কর্মকর্তা ইলিয়াস খান আরও বলেন, মঙ্গলবার বিকালে চার ও পাঁচ বছর বয়সি দুই শিশু রাস্তায় খেলছিল। এ সময় রনি খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে রনি তাদের ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে বলতে নিষেধ করে শিশুদের তাদের বাড়িতে পাঠিয়ে দেন। পরে ওই শিশুরা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পরিবার সাঁথিয়া থানায় মামলা করেন। গ্রেপ্তার রনিকে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।