ছিনতাইকারীদের হাতে নবম শ্রেণির ছাত্র হামিম রহমান জীবন (১৭) হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও গাইবান্ধার সর্বস্তরের মানুষ গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। মানববন্ধনে বক্তৃতা করেন অ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন, মানিক মিয়া, ছাত্রদল নেতা তারেকুজ্জামান তারেক, ছাত্রশিবির নেতা ফেরদৌস ইসলাম রুম্মান, এনসিপি নেতা ফিহাদুর রহমান দিবস, প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকার, শিক্ষার্থী মুহিদ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় অটোবাইক নিয়ে বের হয় সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া গ্রামের আনতাজ আলীর ছেলে জীবন। পর দিন ফেসবুকের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন জীবনের লাশ বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পড়ে আছে।