চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমানকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত শেষ রাতে ঢাকা ডিবির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও সদর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।