বাঞ্ছারামপুরে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি ১২ দিনে গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে পুলিশের ভূমিকার প্রতিবাদ এবং দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে গতকাল সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। ‘বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনতার আয়োজনে দুপুরে বাঞ্ছারামপুর মডেল থানার প্রবেশগেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থী, নারী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। তারা ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন। ১২ দিনেও অভিযুক্ত প্রধান আসামি তামিম গ্রেপ্তার না হওয়ায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষুব্ধ লোকজন থানায় প্রবেশের চেষ্টা করলে এসআই দ্রুত আসামি গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপর কর্মসূচি স্থগিত করেন তারা।