গাজীপুরে ঘর থেকে এক নারীর কম্বল মোড়ানো লাশ বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। নিহত আম্বিয়া খাতুন (৩২) দিনাজপুরের বীরগঞ্জ থানার ঝলঝলি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর বাসন থানার এসআই দুলাল চন্দ্র জানান, ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।