গাজীপুরের টঙ্গী দত্তপাড়া বনমালা রোডে সাবেক কমিশনার মমিনের মার্কেটে ঝুটের গুদামে গতকাল দুপুরে অগ্নিকাণ্ড ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মো. এমরান হোসাইন, কালাম মিয়া ও সালাউদ্দিনের চারটি ঝুটের গুদামের মালামাল পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগুনের উৎস বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।