রূপগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. রিফাত এবং গৃহবধূ লামিয়া আক্তারের হত্যাকারীদের ফাঁসি দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল তারাব পৌরসভার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী আফরিন কবির জানায়, তাদের সহপাঠী দক্ষিণ রূপসী এলাকার রিফাতকে গত ৩০ মার্চ হত্যা করে দুর্বৃত্তরা।
হত্যাকারী মাছুম ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।
গৃহবধূ লামিয়ার ভাই সিফাত বলেন, আমার বোনকে যৌতুকের জন্য তার স্বামী শাওন পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসতেছিল। ১৯ এপ্রিল নির্যাতন করে তাকে হত্যা করে। আমি এ হত্যার বিচার চাই।