চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৯৯টি তাজা ককটেল ও ৪০টি পেট্রলবোমা উদ্ধার করেছে বিজিবি। গোপন খবরে গতকাল অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের ক্যারেটের ভিতরে রাখা ককটেল ও পেট্রলবোমাগুলো পাওয়া যায়। রাত ৯টার দিকে ৫৯ বিজিবি সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি বলেন, ১৮৪ নম্বর মেইন পিলার থেকে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালানো হয়। দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ককটেলগুলো আনা হচ্ছিল বলে ধারণা তাদের।