লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে জয় পেলেও তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ এন্দ্রিকের পারফরম্যান্সে খুশি নন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় অসন্তোষ প্রকাশ করেছেন অভিজ্ঞ এই কোচ।
বুধবার রাতে গেতাফের মাঠে আর্দা গিলেরের অসাধারণ একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আসন্ন কোপা দেল রে ফাইনাল সামনে রেখে বেশ কিছু নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রাখে দলটি। সেই সুযোগে গত জুলাইয়ে রিয়ালে আসা এন্দ্রিক প্রথমবারের মতো লিগ ম্যাচের শুরুর একাদশে সুযোগ পান।
মাত্র ১৮ বছর বয়সী এন্দ্রিক ম্যাচে দুটি সুবর্ণ সুযোগ পান। প্রথমটি আসে ৩২তম মিনিটে, যখন তিনি ভিনিসিউসের সঙ্গে দারুণ এক বোঝাপড়ায় গোলের সামনে চলে যান। শটটি গেতাফের গোলরক্ষক দাভিদ সরিয়া ঠেকিয়ে দিলেও বল প্রায় জালে ঢুকে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে এক ডিফেন্ডার বল লাইন থেকে ক্লিয়ার করেন।
এরপর ৫৫তম মিনিটে আরও সহজ একটি সুযোগ পেয়েছিলেন এন্দ্রিক। গোলরক্ষককে একা পেয়ে চিপ শট নেওয়ার চেষ্টা করেন, কিন্তু বল সরাসরি সরিয়ার হাতে গিয়ে পড়ে।
ম্যাচ শেষে এন্দ্রিকের এমন পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন আনচেলত্তি। তিনি বলেন, “সে দুটি ভালো সুযোগ পেয়েছিল। প্রথমটিতে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না। তবে দ্বিতীয়টিতে সে সম্ভবত অফসাইড ছিল, কিন্তু গোল করতে না পারাটা দুঃখজনক।”
তিনি আরও যোগ করেন, “এন্দ্রিক তরুণ, তাকে এখনও অনেক কিছু শিখতে হবে। যতটা সম্ভব গোল করতে হবে, মাঠে হাস্যকর আচরণও এড়াতে হবে। ফুটবলে নাটকের কোনো জায়গা নেই।”
এছাড়া একটি গোলের সুযোগ তৈরি করার সুযোগও পেয়েছিলেন এন্দ্রিক। ম্যাচে একমাত্র গোলদাতা আর্দা গিলেরকে পাস না দিয়ে নিজেই শট নেন, যা লক্ষ্যভ্রষ্ট হয়।
৬৪তম মিনিটে এন্দ্রিককে তুলে এনে মাঠে নামানো হয় জুড বেলিংহ্যামকে। অন্যদিকে, গেতাফেও কিছু সুযোগ পেয়েছিল, তবে তারাও কাজে লাগাতে ব্যর্থ হয়। এই জয়ে ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ, শীর্ষে থাকা বার্সেলোনার (৭৬ পয়েন্ট) সঙ্গে ব্যবধান কমিয়ে আনল চার পয়েন্টে।
বিডি প্রতিদিন/নাজিম