নাটোরের লালপুর উপজেলায় সাধন কুমার দাস (৪২) নামের এক আইনজীবীর বাসায় ডাকাতির অভিযোগ উঠেছে। সংঘবদ্ধ ডাকাত দলের দায়ের কোপে ওই আইনজীবীসহ তার পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার রাত ১২টার পর উপজেলার লালপুর সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। অপরাধীদের ধরতে মাঠে কাজ করা হচ্ছে।
আহত সাধন কুমার দাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তার ভাতিজা রিপন কুমার দাস (৩২) ও ভাতিজার স্ত্রী সুমি রানী (২৫) বাধা দিতে গিয়ে ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। পরিবারটির অভিযোগ, ডাকাতরা বাড়ি থেকে ৩ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।