পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামে এক যুবককে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদ দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- হাচান হাওলাদার ও প্রিন্স মোল্লা। এদিকে নেত্রকোনায় অটোরিকশা চুরি সন্দেহে আবদুস সোবাহান নামে এক যুবক হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম এমদাদ হোসেন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবুল হাসেম আবুনি।
এ ছাড়া এক আসামির বয়স কম থাকায় তার বিচারকার্য পরিচালনা হচ্ছে শিশু আদালতে।
আদালত সূত্রে জানা গেছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবুল হাসেম ওরফে মো. আবুনির একটি অটোরিকশা হারানো যায়। পরে সন্দেহের জেরে সোবাহানকে ২০১৯ সালের ৬ জুলাই মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নেয় সোবাহানেরই চাচাতো ভাই রাসেল। পরে রাসেল, আবুনি ও এমদাদ মিলে সোবাহানকে শ্বাসরোধে হত্যার পর একই এলাকার চাঁন মিয়ার পতিত জমিতে পুঁতে রাখে।