নারী শিশু নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক গণসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে বক্তারা বলেন, ভয়কে জয় করে নারীদের এগিয়ে আসতে হবে তাদের অধিকার ও মর্যাদা আদায়ে। একটি সমাজ যত বেশি নারী ও শিশুবান্ধব হবে সে সমাজ ততবেশি উন্নত হবে। নারীর প্রতি সহিংসতার পেছনে মূল কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নারী নির্যাতন কমানোর জন্য প্রথমে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন বক্তারা।
বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখা এর আয়োজন করে। সভায় নাহিদ হাসান, খাদিজা আক্তার জুই, উম্মে হাবিবা আঞ্জু উপস্থিত ছিলেন।