সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের করা হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ও হেলাল ওরফে মুরগি হেলালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে সাভারের মজিদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হেলাল ফ্যাসিস্ট সরকারের আমলে সাভার উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের প্রভাব বিস্তার করে এলাকায় মাদক কারবার, ফুটপাত, পরিবহন, মার্কেট, গার্মেন্ট ফ্যাক্টরি ও মুরগির গাড়ি থেকে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে আসছিল। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, হেলালের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।