পণ্যের মূল্য তালিকা না রাখা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার রানীরবন্দরের সুইহারী বাজার ও চম্পাতলী বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।
অভিযান চলাকালে সুইহারী বাজারের মুমু মেডিসিন স্টোরকে ১,৫০০ টাকা এবং মেসার্স নওশাদ অ্যান্ড ব্রাদার্সকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চম্পাতলী বাজারের দুটি ওষুধের দোকানে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। মোট চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে রাখেন। অভিযান পরিচালনায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/জামশেদ