ব্যক্তিগত প্রচেষ্টায় খেলনা বিমান বানিয়ে চাঞ্চল্য তৈরি করেছে ইনামুল নামের এক স্কুলছাত্র। ইনামুলের বাড়ি মাগুরা সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামে। ইদ্রিস মীরের ছেলে ইনামুল শত্রুজিৎপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বিমান চলাচল দেখে বানানোর স্বপ্ন দানা বাঁধে তার মনে। ইনামুল এক শর বেশি বিমান তৈরি করেছে। যার মধ্যে ৫০টির মতো আকাশে উড়াতে সক্ষম হয়েছে।
ইনামুল জানায়, তার বাবা কৃষিকাজ করেন। প্রথমে স্কুলে যাওয়া বাবদ হাতখরচের টাকা দিয়ে বিমান তৈরির কাজ শুরু করে। পরে বায়না মেটানোর জন্য তার মা নানাভাবে টাকা জোগাড় করে দিত। পরবর্তীতে তার প্রবাসী বড় ভাইয়ের সহযোগিতায় বিমান তৈরি করে আকাশে ওড়াতে সক্ষম হয়। তার বানানো বিমান ১ হাজার থেকে ১৫০০ ফুট পর্যন্ত ওপরে উঠতে পারে। ইনামুলের বাবা ইদ্রিস মীর জানান, ওর লেখাপড়ার প্রতি মনোযোগ কম। এ পর্যন্ত বিমান তৈরির পেছনে কয়েক লাখ টাকা খরচ করেছে।
এলাকাবাসী বলেন, অনেক দিন ধরে ইনামুল বিভিন্ন ধরনের বিমান তৈরি করছে। সরকারিভাবে আর্থিক সাহায্য বা সরকারি কোনো প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিলে আরও ভালো করতে পারবে বলে আশা করি।