চাঁদাবাজির সময় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-রমজান আলী (৩৫), নিস্তার আহমেদ রউফ (৫৭), আমজাদ হোসেন (৩৫), মো. রাশেদ (৩৪) ও নাহিদ হোসেন আহাদ (২৪)। গতকাল ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে ৪৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা কেরানীগঞ্জের বিভিন্ন পরিবহন স্ট্যান্ড ও ফুটপাত থেকে চাঁদাবাজি করত।