বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে। প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তি তাঁর নাম ও ছবি ব্যবহার করে মোবাইল নম্বর দিয়ে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে। এ আইডির মাধ্যমে ওই প্রতারক তাঁর পরিচিত লোকজনের কাছে উপাচার্যের পরিচয় দিয়ে আর্থিক সমস্যার কথা জানিয়ে টাকা চাচ্ছে। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান গতকাল সন্ধ্যায় এ তথ্য জানান।