কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননীর (৩০) গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভিডিওসহ দুটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ।