নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংকে পাওয়া গেছে আবদুুল হামিদ রায়হান (১৭) নামে এক স্কুলছাত্রের লাশ। উপজেলার দক্ষিণ হুগলি গ্রামের এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে গতকাল সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নিজ বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে মঙ্গলবার রাত ৮টার দিকে রায়হান নিখোঁজ হয়। সে দক্ষিণ হুগলি গ্রামের আলমগীরের ছেলে ও দশম শ্রেণির ছাত্র। আটক মারুফ (২৫) একই বাড়ির সেলিমের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে রায়হানকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলার কথা স্বীকার করেছে। সুধারাম থানার এসআই শেখ কামাল বলেন, নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে মারুফ ডাব পাড়ার কথা বলে তাকে পাশের বাড়ির বাগানে নিয়ে যায়। সেখানে ৩-৪ জন মিলে রায়হানকে চুরিকাঘাতে হত্যা করে লাশ সেফটিক ট্যাংকে ফেলে দেয়।