সিরাজগঞ্জের বেলকুচিতে অসহায় প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২৬০ জনকে এসব দেওয়া হয়। এ কাজে অর্থ সংগ্রহ করেছেন শাহজাদপুর উপজেলার আগনুকালি গ্রামের মামুন বিশ^াস ফেসবুকের মাধ্যমে। ঈদসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, পিঁয়াজ, মরিচ, আলু ও মুরগিসহ অন্যান্য বাজার। বেলকুচির ইউএনও আফিয়া সুলতানা উপস্থিত ছিলেন। মামুন বিশ^াস জানান, ঈদে প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ফেসবুকে ঈদসামগ্রী বিতরণের জন্য সহায়তা প্রয়োজন-এমন স্ট্যাটাস দেওয়া হয়। এরপর বিত্তবানরা অর্থ পাঠান। সেই অর্থ দিয়ে পণ্য কিনে বিতরণ করা হয়েছে। তিনি জানান, ১৩ বছর ধরে এভাবেই অর্থ সংগ্রহ করে দরিদ্র মানুষকে সহায়তা করে যাচ্ছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে।