ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামের ব্যবসায়ী ছরোয়ার মুন্সির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সাউতিকান্দা আঞ্চলিক সড়কে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করে বলেন, ব্যবসায়ী ছরোয়ার মুন্সিকে গ্রাম্য বিরোধের জেরে সন্ত্রাসীরা ২০২৪ সালের ১২ ডিসেম্বর মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাতিজা হত্যা মামলা করেন। রহস্যজনক কারণে আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহতের স্ত্রী মাজেদা বেগম বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। স্বামী হারিয়ে আমি তিন ছেলেমেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তাছাড়া আসামিরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে। পরিবার নিয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।