নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকের আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রি নামে একটি কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। কারখানার ম্যানেজার পিন্টু চাকমা বলেন, আগুনে কারখানার মালামাল ও মেশিনারিজের ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, কারখানাটিতে চিপসের প্যাকেট তৈরির দাহ্য পদার্থ মজুত ছিল, যা আগুনের তীব্রতা বাড়ায়। নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের পাঁচ ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।