বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বেনাপোলের আবদুল্লাহর পরিবারকে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল যশোরের শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ নূরুজ্জামান লিটন শহীদ আবদুল্লাহর গ্রামের বাড়ি বড় আঁচড়ায় তার বাবা আবদুল জব্বার ও মা মোসা. মাবিয়া খাতুনের হাতে এ উপহার পৌঁছে দেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেওয়া হয়। ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে শহীদ আবদুল্লাহর পিতা আবদুল জব্বার বলেন, ‘আমার সন্তান ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজে লেখাপড়া করত।