বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি গাজীপুর মহানগরীর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই কলেজের সহকারী প্রধান শিক্ষক। টঙ্গী পূর্ব থানার ওসি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলার চারটি মামলা রয়েছে। তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।