ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে দালাল চক্রের ছয় নারী সদস্যকে ছয় দিন করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মিশকাতুল জান্নাত রাবেয়া এ দণ্ড প্রদান করেন। তারা হলেন- তাসলিমা বেগম, মুন্নি আক্তার, কোহিনূর বেগম, ফাহিমা আক্তার, নাজমা আক্তার ও পারভীন আক্তার। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।