ক্রয় রশিদ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন কাপড় ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন পৌর শহরের সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল ব্যবসায়ীরা অতিরিক্ত দামে কাপড় বিক্রি করছেন। ঈদ উপলক্ষে যাতে অতিরিক্ত দাম নিতে না পারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।