মুন্সিগঞ্জে স্বৈরাচারবিরোধী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দলীয় সাত নেতা-কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঈদ উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে জেলা শহরের মুক্তারপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নিহত নেতাকর্মীরা হলেন- হাদিস আলী, শহীদুল ইসলাম শাওন, আকবর হোসেন, শাহরিক চৌধুরী মানিক, সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নুর মোহাম্মদ ওরফে ডিপজল। তাদের সবার পরিবার পেয়েছেন আর্থিক সহায়তা।