রমজান মাস উপলক্ষে নওগাঁয় ভ্রাম্যমাণ ট্রাকে মিলছে স্বস্তির টিসিবির পণ্য। এ পণ্য নিতে মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে ভ্রাম্যমাণ ট্রাকের জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেক মানুষকে। একটু কষ্ট হলেও স্বল্পমূল্যে টিসিবির এ পণ্য পেয়ে কিছুটা স্বস্তিতে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার পাঁচটি পয়েন্টে ৩৯০ টাকা প্যাকেজ মূল্যে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি বিক্রি করা হচ্ছে।
নওগাঁ শহরের চকমুক্তার এলাকার বাসিন্দা ফারজানা জানান, তিনি টিসিবির পণ্য পেতে ভোর রাত ৪টার দিকে এসে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসেছেন। তার মতো আরও অনেকেই মধ্যরাত থেকেই এসেছেন টিসিবির পণ্য নিতে। প্রতিদিন একটি ট্রাক থেকে ৪০০ জন পণ্য পেলেও লাইনে দাঁড়িয়ে থাকেন ৬০০-৭০০ জন মানুষ। টিসিবির পণ্য নিতে আসা শহরের দয়ালের মোড়ের বাসিন্দা আবদুল করিম ম ল বলেন, একটু কষ্ট হলেও অনেক কম দামে পণ্যগুলো পাওয়ায় নিম্ন আয়ের শত শত মানুষ উপকৃত হচ্ছেন।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, রমজান মাসে নিম্ন আয়ের মানুষদের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সরকার দেশের ৬৪টি জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত অনুসারে নওগাঁতেও গত ৫ মার্চ থেকে নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হয়। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, স্বল্পমূল্যে টিসিবির এ পণ্যগুলো পেয়ে নওগাঁর নিম্ন আয়ের মানুষরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।